শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অতনু নন্দী




পোস্ট বার দেখা হয়েছে


শেষ সংলাপ
 অতনু নন্দী 

যাতনার কথা লিখে রেখে কবেই জীবন 
থেকে বিদায় নিয়েছে পলাশ ফুল । 

আধশোয়া দোপাটিও মনে রাখেনি 
জীবনের জটিল গণিত। 

ঋতুবান বৃক্ষও আজ ভূলে গেছে 
হৃদয়ের কাছে মেদ , মাংসের আলোড়ন
তুলেছিল সেও একদিন । 

নীরব নিশি রাতে,
আত্মকথা লিখে রাখি 
সোনালী ধানের দানায় ...

নিদ্রাহীন রাতের শেষে , 
মরা পুকুর থেকে কে যেন ডাক দেয় 
পুড়ে গেছে সুরম্য দেহ 
এবার মৃত্যু  স্বেচ্ছাধীন হোক!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ