শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রমা সিমলাই




পোস্ট বার দেখা হয়েছে


অন্য রঙের গল্প 
রমা সিমলাই

আদতেই লক্ষ্মীর আসন আর পুত্রবধুর ঠোঁটে সিগারেট - এতে কোনো বিরোধ নেই, এ কথা জেনে
স্ক্রীনশটে এক থালা প্রেম রেখে
মেঘের বালিশে মাথা রেখে শুতে যান  সংসারে বাতিল রমণী...

কাল তার আংটি-বদল নতুন প্রেমিকের সাথে,  ডানায়  মাখোমাখো নতুন জীবনের গন্ধ...

সেই কবে, মনেও পড়ে না আজ, তেরো মাসের পাইলট স্বামী আকাশের গালে চুমু খেয়ে, আকাশকে প্রিয়তমা ভেবে উড়ান উড়ান.....
মাটিতে ফিরলেন না !

প্রাচীনা পৃথিবীর পান্ডুলিপির সমস্ত ফিসফিসে জল ঢেলে, মা হলেন।
সব্যসাচী - ঘরে বাইরে! চৌকাঠে নিদান, গোবরছড়া, হাহাহাহা...

সিগারেট - ঠোঁট বউমাটি 
রাত-দুপুরে আলমারি খুঁজে
লাল-নীল জামদানী আর
হালকা কিছু গয়না বের করে...

বাতাস তাকে চুপিচুপি খবর দিয়ে গিয়েছে -
         " কাল শাশুড়ির আংটি - বদল"!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. বলিষ্ঠ কলম
    মুগ্ধতা

    শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

    উত্তরমুছুন