শারদ সংখ্যা ২০২০ || কবিতা || কৃষ্ণা আল্পনা মণ্ডল




পোস্ট বার দেখা হয়েছে


আগমনীর সাজে
কৃষ্ণা আল্পনা মণ্ডল 

হঠাৎ দেখি ঊর্ধ্বঃস্বরে ছুটছে
নীলাকাশের কোল বেয়ে 
সফেদ তুলোর মতো 
পেঁজা পেঁজা মেঘগুলো। 
আমি চিৎকার করে বলি,
ওগো মেঘবলাকারা---
কোথায় যাচ্ছো তোমরা 
একেবারে পড়িমরি করে --?
বলি কারো কি কিছু হয়েছে,
নাকি আনন্দের মাতন লেগেছে--?

ঠিকই ধরেছো,
তবে ওই শেষেরটা গো শেষেরটা
আনন্দের মাতন লেগেছে। 
দেখছো না কেমন কাশফুল ফুটে আছে
মাঠের ধারে ধারে,
উঠোনের কোণায় শিউলি গাছটিতে
কেমন শিউলি ফুল ফুটেছে,, 
দীঘির বুকে কেমন খেলা করছে
পদ্ম,শালুক,শাপলা
হাসনুহানা দোলাচ্ছে তার মাথা 
ঘাসের আগায় কেমন আছে লেগে
শিশিরের বিন্দু বিন্দু ফোটা,,
মাঠভরা সোনালী ধানের শীষ দুলছে মাতাল হয়ে 
হিমের পরশ গায়ে মেখে
তারই উপরে ঝিলিক মারে সোনালী রোদ্দুর
চোখের সামনে এত্তকিছুর বদল
  কি করে গেলো---
  তোমার চোখ এড়িয়ে, 
কোনকিছুই কি পড়ে নি তোমার চোখে--?

তোমরা  তো বেশ আছো,
ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছো
নীলাকাশের কোলে চড়ে
এদিক ওদিক যাচ্ছো ভেসে
কখনো নদী কখনো সাগর 
কখনো বা পাহাড়চূড়া পেরিয়ে।
আর যারা আছে মাটির কাছাকাছি 
ধূলার ধরণীতে,
বড়ো কঠিন পরিস্থিতির মধ্যে  দিয়ে
কাটছে সময়---
একে-অপরের। 
বহুকিছুর উপরে 
নিষেধাজ্ঞা হয়েছে জারি
ঘরের মধ্যে থেকে 
মনগুলো যেন সব নিস্তেজ হয়ে পড়েছে।
তাই তো তোমাদের ছুটতে দেখে
মনের কোণায় জমে থাকা আশঙ্খার
তরঙ্গ গেলো খেলে।
মনে হলো তোমাদের মাঝেও কি
 বিপদের দলা পাকিয়েছে --!
মনেই ছিলো না তোমরা আসলে,
"আগমনীর সাজে"সাজিয়ে তুলেছো নিজেদের।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ