শারদ সংখ্যা ২০২০ || কবিতা || কাকলি ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে


ছোট সবুজ গ্ৰাম
কাকলি ভট্টাচার্য্য

পদ্মা নদীর পাড়ে আমার ছোট সবুজ গ্ৰাম।
ছিল আমার সেই খানেতেই ধাম।
সেথায় মাঝির গান আমার জুড়িয়ে যেত প্রান।
ফিরে আর পাবো না তারে।
দুপুর বেলা পাঠশালা তে নামতা পড়া ছেড়ে
পালিয়ে গিয়ে পাখির বাসা পাড়া
সেই যে আমার ছোট দিন গুলি হারিয়ে কোথায়ে গেছে যে আজ তারা।
সেই যে আমার ছোট বেলার খেলার সাথী কই
ডাংগুলি আর কানামাছি চড়ুই ভাতি কই
ইচ্ছে করে তাদের কাছে আবার ফিরে যাই
তারা জানি না আজ কোথায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ