শারদ সংখ্যা ২০২০ || কবিতা || তন্ময় চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে


প্রতীক্ষা
 তন্ময় চক্রবর্তী

আমি শব্দকে ধীরে ধীরে 
কবিতা হতে দেখলাম, কবিতা 
ধীরে ধীরে গান হয়ে গেল!
আমি মাটিকে একটু একটু করে
মূর্তি হতে দেখলাম, মূর্তি 
ধীরে ধীরে প্রাণ পেল মন্ত্রে!
আমি ধীরে ধীরে জলকে 
মেঘ হতে দেখলাম, মেঘ 
জমতে জমতে তারপর
একদিন বৃষ্টি হয়ে ঝরে গেল!
আমি বীজ থেকে ক্রমে ক্রমে
গাছ হতে দেখলাম, গাছ থেকে
জাদুর মতো ফুল ফুটে গেল!
আমি বাতাসকে হঠাৎ একদিন
ঝড় হতে দেখলাম, ঝড় এসে
সব কিছু ভেঙে দিয়ে গেল!
আমি শুঁয়োপোকাকে বিবর্তনে
প্রজাপতি হতে দেখলাম, প্রজাপতি
ফুলে ফুলে মধু নিয়ে এল!
আমি অধীর আগ্রহে এখন 
প্রতীক্ষায় আছি,মহামানব নয়–
মানুষকে শুধু মানুষ হতে দেখার 
দীর্ঘ প্রতীক্ষায় অধীর আগ্রহে আছি।
চাতক পাখির মতো চেয়ে আছি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ