শারদ সংখ্যা ২০২০ || গল্প || মৌটুসী চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে


ওয়ান সাইডেড লাভ 
 মৌটুসী চৌধুরী

--কিরেওর দিকে অমন করে তাকিয়ে আছিস কেন ?--কই  ? না তো  ।
--আমি তো এখনই দেখলাম তাকিয়ে ছিলিস । প্রেম-টেম নাকি  ?
--নাহ ! সে সব কিছু না ।
-- কিছু না তো  , অত ইমোশনাল কেন হয়ে গেলি ? ওরে বাবা  ! এদিকে পিওর ভালোবাসা ।
-- ধ্যাত ! কি যে বলিস না ।
--ভালোবাসিস তো বলিস না কেন ? প্রপোজ করতে পারছিস না তো আমায় বল , আমি গিয়ে বলে আসি।
--ওর গার্লফ্রেন্ড আছে ।
-- অ্যা !  সে কি তা জানা সত্ত্বেও তুই ওকে ভালবাসিস  ।
--হ্যাঁ  ,আমি ওকে ভালোবাসি  ।
--কেন ?
-- কেন মানে ? ভালোবাসার কোনো কারণ বা শর্ত থাকে নাকি ?
-- তোর কি লাভ তাতে ?
--লাভ-লোকশান দেখে কি ভালোবাসা হয় ।
-- ছাড় তো , তোর জ্ঞানী জ্ঞানী কথা  । দাড়া আমি ওর গার্লফ্রেন্ড কে কেমন ল্যাং মেরে কাট করে দেব,  ওর লাইফ থেকে দেখবি ।
--না না  ! ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। ওরা দুজনকে ছাড়া থাকতে পারবেনা ।
--কিরে তুই ! ওরা দুজন দুজনকে ভালবাসবে , ভালো থাকবে আর তুই দেবদাসী হয়ে ঘুরে বেড়াবি।
-- না  ,তা কেন ? আমি আমার নিজের পথে এগিয়ে যাব । সব করব কিন্তু মনের মন্দিরে ওকে রেখে ভালোবাসব ।  সূর্যের আলো যখন পড়বে মনে করব  ও রেগে গেছে আমি ওর রাগ ভাঙ্গাবো । যখন বাতাসে এসে স্পর্শ করবে আমায় , মনে করব ও আমায় আলতো 'ফু 'য়ের হাওয়ায় শিহরণ জাগাচ্ছে ।আর যখন বৃষ্টির জল আমাকে ভিজিয়ে দেবে আমি ভাববো আমাকে জড়িয়ে ধরে আদর করছে , সন্ধ্যেবেলায় চাঁদটি যখন উঠবে আমি ভাববো সে আমার দিকে অধীর হয়ে তাকিয়ে আছে  । রাত্রে শীতের পরশ লেপের মতন করে জড়িয়ে নিদ্রায় ভেসে যাব ।
-- এটা কি বলে জানিস ? পাগলামি আর একটা নাম আছে ইংরেজিতে "ওয়ান সাইডেড লাভ" ।
-- হ্যাঁ , এটা আমার "ওয়ান সাইডেড লাভ" । সেটাই ভালো জানিস । নিজের ইচ্ছে মতো ভালোবাসা যায় ।
--আচ্ছা যেমন সূর্যের সাথে , চাঁদের সাথে , বৃষ্টির সাথে । তোর এসব কথা শুনে কুন্তির  কথা মনে পড়ে গেল । কুন্তি যেমন সূর্যদেব  ,বরুণদেব কে--
--ছিঃ ! কি যে বলিস  । দেখ , তোর বয়ফ্রেন্ড যেমন করে তোকে দেখতে চায় তুই তেমনী করে সাজিশ । তুই ওকে যেমনটি করতে বলিস ও যদি তা না করে তাতে তোদের মধ্যে রাগারাগি , হয় কিনা ? আমার এসবের কিছুই নেই  । আমার যেমন করে ইচ্ছা তেমনি করে ওকে ভালবাসতে পারি । না ও আমাকে পাল্টাতে পারবে না আমি ওকে কখনো কিছু বলতে পারব । 
        সবকিছুই নিজের মত , নিজের মনের মধ্যে সাজাবো আর নিজের মনের মধ্যেই গড়বো নানান  কল্পনা -জল্পনার সংসার । সেখানে কেবলই সুখ ও আনন্দ। সেখানে না দুঃখ পাওয়ার কষ্ট ,না মন ভাঙ্গার বেদনা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ