শারদ সংখ্যা ২০২০ || কবিতা || বনশ্রী চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে


আগমনীর সুরে মন
বনশ্রী চৌধুরী 

শিশির ভেজা ঘাসে মায়ের রাঙা চরণ দোলে,
শিউলিতলার পাশ দিয়ে যায় মা' কি ঘোমটা খোলে ?
এই দেখি মা' এই চলে যায়, নূপুরখানি বাজে,
আলতা পায়ে হেঁটে চলে আলোর জ্যোতি রাজে।

কাশের বনে কাশ ঘিরে তার লুকোচুরি খেলায়,
'মা' যে আমার মত্ত থাকে কাশফুলের ঐ মেলায়। 
পদ্ম হাতে ছোট্ট উমা খিলখিলিয়ে হাসে,
ধরতে যাবো,অমনি মা' যে আকাশ পথে ভাসে !

'মা' যে আমার সাথেই ঘোরে, রুনুরঝুনু নাচে
আপন মনে গান যে বাঁধে, আসে না মা কাছে।
কতই ডাকি মা' মা' বলে আয় মা আমার বোলে,
ঘুমের মাঝে ডাকি মা'কে- নেয় না তবু কোলে।

মাগো যে তুই কোথায় গেলি, গেলি কেন চলে !
তোর কারণে মন যে আমার হাপিত্যেশে জ্বলে।
আকাশ রথে আসবি মা কি মর্তে মোদের ছলে,
নয়ন ভরে দেখবো তোকে  নয়ন ভরা জলে।

চারদিকে আগমনী সুর, মা এলেন স্বপ্নের দূত,
স্বপ্নতে মা' এলেন দ্বারে, চেতনায় কী অদ্ভুত !
আকাশ বাতাস মুখর গানে,শরৎ হিমেল স্পর্শ,
জঞ্জাল মুক্ত করো এ' ধরা, হোক সংঘাত - হীন হর্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ