শারদ সংখ্যা ২০২০ || পত্রিকা সংবাদ || অজানা রশ্মি




পোস্ট বার দেখা হয়েছে


অজানা রশ্মি সাহিত্য পত্রিকা

অজানা রশ্মি একটি মুক্ত মঞ্চ।এই মুক্ত মঞ্চটি হল সমস্ত রকম শিল্পী ও লেখকের সুপ্ত সত্ত্বার আত্মপ্রকাশের  অঙ্গন। "সৃষ্টি সুখের উল্লাসে" কে না তৃপ্ত হতে চায়। তাই "সবারে করি আহ্বান "।আপনারা আসুন,সকলের সৃজনী সত্ত্বার বিকাশ ঘটুক অজানা রশ্মির এই মুক্ত মিলন মঞ্চে।সমস্ত নিবেদন যেন অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক হয় এবং সুস্থ রুচির পরিচয় থাকে তাতে।                                  

 অজানা রশ্মি মূলত শিল্পী ও লেখকগণের সাথে দর্শক, শ্রোতা ও পাঠকগণের সমন্বয়ের একটি সেতু । কারণ শিল্পী ও লেখকের ঈশ্বর হলেন দর্শক, পাঠক ও শ্রোতা, তাঁদের ভালোলাগা বা মন্দলাগার সুচিন্তিত নিরপেক্ষ মতামত শিল্পী ও লেখকের চলার পথে এগিয়ে চলার দিশা।এমনই ধারা বয়ে চলুক।আবারও সকলক শিল্পীকে স্বাগত জানাই।

প্রধান সম্পাদক 

অজানা রশ্মির আলো 

              স্পর্শে মৃদু  বায়,

অজানা প্রতিভা গুলো 

                জাগে পুনরায়  |

ছন্দ সাজায়ে কেহ গাঁথে 

                       শব্দ মালা ,

অজানার রঙ হাতে 

               রং-তুলি খেলা |

মুঠো ফোন ভরে থাকা 

               প্রকৃতির ছবি ,

অজানার শাখা জুড়ে

               কত  নব কবি |

ভ্রমর ,গল্প , দিনের শেষে

             অজানা জমা  কথা ,

সবাই মিলে সাজাক এসে 

             অজানা রশ্মির পাতা |

কবি সম্মেলন 


★পত্রিকার নাম - অজানা রশ্মি

★ ঠিকানা - শান্তিনিকেতন এপার্টমেন্ট, শ্যমলাল রোড, বর্ধমান-৭১৩১০৪

★ সম্পাদক ও পরিচালক মণ্ডলীর নাম - 
সম্পাদক- সুভাষ মিত্র ও অনামিকা পাল
যুগ্ম সম্পাদক- শুভেন্দু চক্রবর্তী ও জয়ন্ত পাল

★ যোগাযোগ - ajanarashmi@gmail.com

★স্থাপিত বছর - 2018

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ