শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শ্রীমতি কৃষ্ণা ঘোষ




পোস্ট বার দেখা হয়েছে


হেমন্তের পাখি 
শ্রীমতি কৃষ্ণা ঘোষ 

অনন্ত আকাশের নীলিমায় _
উড়িয়ে ছিলাম আমার সব অনুভূতি ,
যতগুলো শিউলি ঝরেছে  শরতের  সকালে  ,
দেখতে পাবে তোমার হৃদয়ে  তাকালে  ,
দেখতে পাবে প্রেমের সাত কাহন l

দরজা খোলাই আছে _
আসতে পারো যখন তখন ,
হেমন্তের কুয়াশায় আচ্ছন্ন হৃদয়ের  আয়না ,
তাতে খেলা করে কুয়াশার রোদ,
মৌন আলিঙ্গনে প্লাবিত হয় চেনা পৃথিবী ,
যতদূর চোখ  যায় _
ততদূর দ্যাখে  এই চোখ l

রাতের পূর্ণিমার সাথে আমার সখ্যতা _
রাতের আঁধারেই থাকতে  চাই ,
বন্দিনী তো নই আমি ,
আমি তো স্বাধীন চিরদিনই,
মাথা নীচু করা আমি বুঝিনা ,
বাধ্য হতেও  আমি শিখিনি ,
কারণ  আমি তো স্বাধীন _
স্বাধীন ভোরের হেমন্তের ফুল l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ