শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সাহানুকা হাসান শিখা




পোস্ট বার দেখা হয়েছে


প্রগতির নক্ষত্র
সাহানুকা হাসান শিখা 

মাঝরাতে হঠাৎ বাইসাইকেলের টুংটুাং
শব্দে ঘুম ভেঙে গেলো। 
আস্তে করে জানালার পর্দা সরাতেই দেখি
একটি মেয়ে দ্রুত সাইকেল চালিয়ে যাচ্ছে
ধান ক্ষেতের মাঝ দিয়ে,
তাও আবার এক হাতে চালাচ্ছে সাইকেল
আরেক হাতে লম্বা রাম দা। 
শরীর শিউরে উঠলো,একি দেখছি!!
এক ষোড়শী,মাথার ছোট ছোট চুল। 
গায়ে হাফ শার্ট,পরনে চেকের লুঙ্গি। 
দেয়াল ঘডিতে রাত তিনটা বাজে। 
কি মুশকিল, এতো রাতে মেয়েটা একা একা
কোথায় যাচ্ছে কাকে মারতে যাচ্ছে?
আমার মাথায় কিছুই আসছে না। 
ভয়ে শরীর কাঁপছে রিতীমত। 
এবার কোন উপায় না দেখে জোর গলায়
সাহস করে ডাকলাম, “এই মেয়ে শুনো”
বুঝলাম তার ফিরে তাঁকাবার সময় নেই
সে দুর্বার গতিতে চলছে। 
এবার আমি ঘর থেকে বেরিয়ে আবার ডাকতে
শুরু করলাম, সে জবাব দিলো 
কেন ডাকছো ? 
আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার মাকে
বাঁচাতে, হায়নারা আমার মাকে ধর্ষণ করছে। 
মা চিৎকার করে কান্না করছে। 
তোমরা কেউ কি শুনছো না ? তোমরা ভীতু। 
আমি সবকটা কে কেটে টুকরো টুকরো করে
কাক শকুনকে খাওয়াবো। আমার হাতে সময়
নেই, আমি বললাম তুমি এতো রাতে একা 
কি পারবে ? 
সে উত্তর দিলো আমাকে পারতে হবেই, আমি
একা নই, চেয়ে দেখো পিছনে আমার শক্তি 
আমার মত হাজার হাজার প্রগতী ছুটে আসছে। 
আমাদের হাতে আজ আকাশের নক্ষত্র,
আমরা এগিয়ে যাবো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ