শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মনোজ কুমার রথ




পোস্ট বার দেখা হয়েছে


সওদা করা জীবন
 মনোজ কুমার রথ

আর কতটা পথ পেরোলে কালো গহ্বরটা শেষ হবে,
আর কতগুলো নিশুতি রাত্রি শেষ হলে 
দেখা পাবো প্রাণবন্ত সুস্হ সকাল...
না কি পেলেও গ্রাহক আর থাকবো না কেউই?

চারা ধানগাছে ফুল হবে,
যুবতী গর্ভবতী হবে;
সোনাল পোকা স্বচ্ছন্দে উড়ে যাবে শিষ থেকে শিষে-
গাছ থেকে গাছে-জমি থেকে জমিতে,
সোনার খনি হবে দিগন্তজোড়া মাঠ;
সোনা ঘরে তোলার মতো থাকবো কয়জন!

পথ রয়ে যাবে-
আঁকা-বাঁকা সোজা পথ পৃথিবীর বুকে,
যে যে'টায় চলতে ভালবাসি এখন-
কিংবা বাধ্য হয়ে হাঁটি পরিস্হিতির পছন্দহীন চাপে;
তবে কি এক্কেবারে পথিক শূন্য হয়ে যাবে পথ!

সোনাল পোকার টিপ পরে তুমি দাঁড়িয়ে থেকো
আটপৌরে লাল পাড় হলুদ শাড়িটি পরে,
কেঁন্দু কাঠের মতো শরীরের ভাঁজে ভাঁজে 
চুঁইয়ে পড়বে মহুয়া যৌবন!
শিঙা কিংবা ধামসা-মাদল বাজাতে বাজাতে...
ক্লান্ত আমি,
মুখ রাখবো ওই জলসত্রে;
তোমার গর্ভেই রোপন করে যাবো একটি বিশুদ্ধ প্রজন্ম,
ততদিন জীবন সওদা আছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. অসাধারণ ভাবনায় লেখা প্রকৃৃৃৃৃতির আমেজ পেলাম
    একরাশ মুগ্ধতা

    উত্তরমুছুন