শারদ সংখ্যা ২০২০ || কবিতা || প্রিয়াঙ্কা পিহু কর্মকার




পোস্ট বার দেখা হয়েছে


শহর জুড়ে
প্রিয়াঙ্কা পিহু কর্মকার 

শহর জুড়ে  শ্যাওলা  জমাট
আধ-ছেঁড়া  পোস্টার আর 
নোংরা লালচে পানের পিক্
অন্ধ গলির ইতি কথায় রূপসী শহর 
জ্বলছে নিভছে নিজের মত
ট্রাম লাইনের শূণ্যতা -
তোমার অসীমের আশ্বাস মুক্ত আছে
জীবনানন্দের ধূসর পান্ডুলিপিতে 
শরীর জুড়ে ঐতিহ্যের  মহীরুহ 
চায়ের ঠেকে, ভাড়ের গভীরে 
মিশাইল ভোটের ঝড় ওঠে -
শহরের জুড়ে বইয়ের মোড়ক 
স্বপ্ন হাজার চোখের মাঝে কবির উন্মোচন 
শহর আমার পটে আকাঁ -
শহর তোমার হৃদয়ের রাজনীতির ছকে ঢাকা 

শহর  তুমি অস্ত মাঝে জোৎস্ন্যা  আভা
জোনাকির  আলোয় স্নান করো 
শহর তুমি  ইতর মত্ত ,আতর মেখে 
আমার বুকে  ফেরো -
 
শহর ওগো কান্নারত  রজনীর ইচ্ছে কর বিনিময় 
শহর তোমার যুগান্তে আজ পাচ্ছে দেখ  
ভালবাসার মিথ্যে আশ্রয় -
 
শহর তোমার  সকাল - সন্ধ্যে -  রাতে
মধু -যামিনী  র ক্ষত  নিয়ে-
এখনো সেই   সারেঙ্গীটা  বাজে বাধা গতে ।
সেই ,
শহর জুড়ে শ্যাওলা জমাট ....।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ