শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মাধুরী সাহানা




পোস্ট বার দেখা হয়েছে


থিম
মাধুরী সাহানা

আগমনী সুর, যতই হোক মধুর
চন্ডীপাঠ  টেথিস্কোপে শুনছে এবার অসুর ।।

কাঠি দিয়ে এবার  বোধন করতে গেলে
ত্রিশুল খানা সোজা বুকেই দেবেন তুলে ।।

দূর্গা নাম নিয়ে ,  মচ্ছব কি  হবে ?
দশহাত দাও , বিশহাত দাও , সবই জলে যাবে ।।

ঢাকে কাঠি দিয়ে মায়ের বোধন হয় শুরু ।
ইচ্ছে মত চক্ষু দান করেন নাটের গুরু ।।

যা দেখাবো তাই দেখিস "মা" , এই নিয়মে চালিয়েছেন 
লক্ষী গণেশ কার্তিক সরস্বতী পুতুল করে সাজিয়েছেন ।।

অসুরকে চিরকাল বেদম চাপে রেখে ,
শিবকে ন্যাংটো করে ড্রাগের নেশা ধরিয়েছেন ।

দেবী দুর্গা রেগেমেগে মুখোশের থিমে এসেছেন ।
মুখোশ ছাড়া মুখ গুলো তাই যমের কাছে পাঠাচ্ছেন ।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ