শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রুমকী সিনহা




পোস্ট বার দেখা হয়েছে

পলাতকা
রুমকী সিনহা

দীঘল ছায়ার আড়ালে লোকানো কোন ভাঙা মন।
চৌকাঠে পা ছড়িয়ে বসে আমার উপোসী শরীর।
বিধ্বস্ত ,বিবস্ত্র হয়েছে আমার গত রাতের শোক বিলাপ।
স্বেদ গন্ধে আদরগন্ধী হয়ে নামছে কেতাদুরস্ত ভদ্র তঞ্চকতা।
শুধুই স্তন,যোনী,নাভির দূতিয়ালী ভেট।
পড়ে থাকে আধ খাওয়া একটা গোটা দেহ।
সীমন্তিনির রাঙা উজ্জ্বল পথে বীরদর্পে তোমার উদ্ধত অনাচার।

চিলেকোঠার ঘরে পড়ন্ত নির্জনতায় বিস্তৃত প্রান্তরের ন‌্যায় বিষন্নতা গ্রাস করে।
এখানে এসে বিষাদ জমে নীল সরোবর।
বিষাক্ত তার তীর।
আমি একান্তে নিভৃতে এখনও নির্ঝরিনী।
নদীর বিভঙ্গে কুসুম সম কোমল লতা কিঙ্কনী।
অনিন্দ‌্য মনের সঞ্জিবনী।
মরিচীকা ভ্রমে শুধুই ্র্র্র্র্র্রবেহাতই বেহায়া এ জীবন।

যন্ত্রনা যাপন সেও তো এক উৎসব।
ভেতরের বোধ আর বাইরের চলন্ত অভ‌্যাসের তুমুল হূলস্থুল।
চোখের কোন গোপন গহ্বর থেকে এক লবনাক্ত নদী এসে মিশেছে গোপন সমুদ্রে,
আর আমি স্রোতস্বিনী।
লুকিয়ে রাখা,ভয়ার্ত মুখের সেইসব ইচ্ছার গর্ভধারণ।
আসন্ন প্রসবের দুরন্ত সময়ে আমি প্রানপনে দূরে সরিয়ে রেখেছি সংকুচিত ভদ্রতা।
অকস্মাৎ জোয়ার এসেছে আমার অবারিত দ্বারে।
নিজেকে গড়ে নেবার স্ব ইচ্ছায় আমি নিজের থেকেই পলাতক।

ফিরে আসবো রাঙা পায়ে,
তোমার ভেজা মাটির বুকে ,
সমর্পিত নদী হয়ে
এইসময় তুমি ভগ্ন হয়ে নগ্ন করো তোমার পৌরুষ।
তোমার উগ্র বীর্যে বপন করো নরম বনলতা।
দেখা হবে মনের উপত‌্যকায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ