শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শ্রীমতি প্রতিমা ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে


আয় মা অসুরহান্তা
শ্রীমতি প্রতিমা ব্যানার্জী 

কাশের বনে দোল লেগেছে 
        মেঘ শরতের নভে,
আলোর বেনু উঠলো বেজে 
        আসবি মা তুই কবে ? 
  
উতল হাওয়া উদাস করা 
          শিউলি সুগন্ধে, 
বাজছে যে ঢাক মনের মাঝে 
           পুজোর আনন্দে ।।  
      
তবু আনন্দেরই সাগরে আজ 
           কেন ভাটির টান 
 নেই নৌকার আসা যাওয়া 
           নেই তো মাঝির গান! 
 
কাশের বনে ফুল তো এলো 
        দোয়েল গেলো কোথা!  
নেই তো রেলের বাঁশি শুনে 
        দুর্গা - অপুর ছোটা ! 
        
ধানের ক্ষেতে ধান আছে মা 
      নেই তো চাষীভাই ,
আসতে হবে কাস্তে নিয়ে  
         তার কি আজ হুঁশ নাই ?

মুখটি কেন ঢেকে সবাই 
         চোখ কেন ছল্ ছল্, 
দূরে দূরে কেন সবাই 
          কি হয়েছে মা বল্ ? 

বাউল কেন ভুলেছে মা 
         তোর ওই আগমনী,
নেই তো ঢাকের বাদ্যি
       মা গো নেই তো উলুধ্বনি !


তুইও কি মা আসবি নাকো 
             পরে নতুন শাড়ি 
সবার ওপর রাগ করেছিস 
            সবার সাথে আড়ি ?

তুই যদি মা আসিস হেথা 
              ভুলে অভিমান ,
তোর ছোঁয়াতে এই ধরা যে 
             পাবে ফিরে প্রাণ ।।

মহামারীর অসুর টাকে 
          বিঁধিয়ে ত্রিশূল বুকে,
মুখটা সবার দে মা খুলে 
            বাঁচুক সবাই সুখে ।।


চাষি ভাই যে কাটবে আবার 
                  কাস্তে হাতে ধান,
 বাউল আবার গাইবে সুখে 
                    আগমনীর গান।

বাজুক ঢাকের বাদ্যি আবার 
          আসুক পুজোর গন্ধ
মহামারীর তাণ্ডব আজ 
            কর মা লন্ড ভন্ড।    
            
পরবো সবাই নতুন জামা
                  মনের মহা সুখে 
মহামারীর দানবটাকে
           দে মা এবার রুখে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ