শারদ সংখ্যা ২০২০ || কবিতা || কৃষ্ণা সিং বেরা




পোস্ট বার দেখা হয়েছে


স্বপ্ন পুরান
 কৃষ্ণা সিং বেরা

প্রহর কাটে নিদারুণ শঙ্কার ঘোরে
প্রতিনিয়ত বেড়ে চলে মৃত্যুর রসদ
চোখে জাজ্বল্যমান ভয়ের হাতছানি
গুণতি অবসন্নতা শব সজ্জায়
তবু যেন প্রতিকল্প জীবনের আশা
শেষক্ষণটুকু যেন বেঁচে নেওয়া সুখ
বর্ধিত ক্ষয়িষ্ণুতা ওপার ভুবনে
হাসতে হাসতে জিততে শেখা 
মহামারীর প্রকোপ।

ক্ষীণ আশার প্রদীপ্ত শিখা তবু 
চোখের কোণে
কাশ ফুলের ভরসায় স্বপ্নপুরান
প্রতিক্ষণে সতর্কতা হাওয়ার সুরে বয়
শরতের মেঘ তবু হাতছানি দেয়
অসুখ কাটাবে শেষে পৃথিবীর বুক
আবার ফুটবে হাসি শিউলির রূপে
বাতাসে পেঁজা তুলো মেঘেলী বন্যা 
ছন্দে মাতবে মন স্বাধীন চিবুক।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ