শারদ সংখ্যা ২০২০ || কবিতা || পার্থসারথি ঘোষ




পোস্ট বার দেখা হয়েছে


বিভাবরী 
পার্থসারথি ঘোষ 

শখ করে দিয়েছিলাম 
এতো গভীর ছিলো তবুও কম 
বিদ্যুৎ বর্ষানো কয়েকবার 
যেন প্রথম সরে গেলো অন্ধকার। 

কিছু দূরে পড়েছিলো জামাকাপড় 
সবকিছু বদলে দিলো আদর চাঁদের আলো 
থরোথরো মধ্যরাত চমকালো
বিপর্যয় উঠে আসে বুকের ওপর 

বিদ্যুতে বর্ষানো তারাভরা কত আদর
এত সাহস ভেঙে পড়ে গেলো সমাজ
বড়ো বড়ো দুর্যোগে প্রেমের তো এটাই কাজ 

তারপর যেমন হয় 
কয়েকটা ধাক্কাতে খোলে, ভেঙে চুরমার 
আরো আঘাত --

সারাজীবন ভেঙে দেয় একটি রাত 
বৃষ্টিময় সেই জগৎ, এখানে আর কেই বা কার! 
বর্ষানো বিদ্যুতে শুয়ে ছিলো ঘন আধার।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ