শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সাহানা মন্ডল




পোস্ট বার দেখা হয়েছে


প্রতি মুহূর্ত চলে বাঁচার লড়াই
সাহানা মন্ডল 

এক সলতে বাঁচার আশা বুকে আঁকড়ে -------
মিথ্যা ভোরের হাতছানিতে রোজ সকাল দেখি। 
দেখি অভিনয়ের মিষ্টি হাসির সৌজন্যতায়, 
স্বজনদের সমালোচকের ভূমিকা পালন করতে।কেউ ব্যস্ত --------- সাজন্ত রোজনামচার ফাঁক গলে পর্যদুস্ত করতে। 
কেউ ব্যস্ত ---------- প্রতিহিংসার অন্তর দহনে জ্বলে,
প্রতিশোধমূলক ফন্দি গড়তে।

এরই মাঝে সূচিত হয় সকাল,ব্যস্ত রোজনামচার ফাঁক গলে,আবার ঘটে সমাপ্তি।
পরন্ত গোধূলির ম্রিয়মাণ আলো, যখন দাঁড়ি টেনে যায় সমাপনী ------------
কল্পিত দ্রষ্টব্যের প্রতিলিপি সাজিয়ে,আঙিনায় ধরা দেয় এসে সাঁঝ,
আঁধারের কুহেলিকায়,আরও একবার লেখা হয় ভালো থাকার মিথ্যা দিনলিপি।

বুকের ভিতর চাপা পড়ে থাকা যন্ত্রণা গুলো, মন ডাইরির পাতায় ---------- অবশিষ্টাংশের ফসিলস্ স্বরূপ বার বার ফুটে ওঠে
বিকৃত অবয়বে উদ্ভাসিত হয়,জীবনের দিন দর্পণে।
জীবন তবুও থেমে থাকে না,
প্রতি মুহূর্ত চলে বাঁচার লড়াই।
শ্রেষ্ঠ জীব মানুষ,শুধু জীবন নিয়ে করে বড়াই ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ