শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মৌসুমী দে




পোস্ট বার দেখা হয়েছে


আগমনীতে প্রতিবাদের চড়া সুর
মৌসুমী দে

শারদ প্রভাতের রৌদ্রকরোজ্বল হাসি, পেঁজা তুলো মেঘের
সারি, ভোরের শিউলির মধুর সুবাস আর কাশ বনের
তরঙ্গিত হিল্লোলে আগমনী বার্তা, শুভ শারদ শুভেচ্ছার ।
দেবীরূপী এক নারীর আগমনে, জীবন জোয়ার আজ আনন্দে
উচ্ছ্বসিত । পথের ধারে পাশবিক অত্যাচারে নিগৃহীত এক মানবীর
ভবিষ্যৎ, অকাল মাতৃত্ব । নারী সম্মান পদ দলিত ।
নিয়ম নিষ্ঠার বাহুল্যে হয় অসামান্য ক্ষমতা প্রাপ্ত এক নারীর
দেবীরূপে আরাধনা । করজোড়ে, উদাত্ত কন্ঠে, ধ্বনিত হয়
দেবীর মহিমা বর্ণনা । দেবীর নিকট দান খয়রাতির প্রার্থনায়
নিমগ্ন আজ সমগ্র সমাজ, নারী লাঞ্ছনায় মৌনব্রতধারী এই সমাজের
আজ নেই কোন লাজ ।পথের ধারে অসহায় মাতৃত্বের উন্মুক্ত বক্ষ
মাঝে বাসা বাঁধতে চাওয়া শত সহস্র ভীমরুলের ঝাঁক, সমাজবদ্ধ
জীবনে নারী সম্মান রক্ষায় আজ নেই কোন আশ্বাস । নারী হলো
প্রকৃতি, জীবনী শক্তির আধার । কালচক্রে, স্তুতিগানে, স্বার্থসিদ্ধির
অভিসন্ধিতে নারীর হয়েছে ব্যবহার । নারীসত্তার প্রধান সম্পদ,
নারীত্বের অহংকার । দেবী ও মানবী, উভয়ের নারীসত্তা একই
চারিত্রিক বৈশিষ্ট্যে কেন্দ্রীভূত । প্রেমময়ী, মমতাময়ী, মাতৃরূপী
নারী আজও মিথ্যা প্রতিশ্রুতিতে, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদায়
উপেক্ষিত । অশুভ শক্তির বিনাশ সাধনে, রণকৌশলে ছিল
দেবীরূপী এক নারীর অসামান্য পারদর্শীতা । বিপদ সম্মুখে
প্রমান হয়েছে, একাকী নারীর দৃঢ়, অনমনীয় জেদের মানসিকতা ।
জীবন সংসারের নানা ঘাত প্রতিঘাতে নারী মন আজ ক্ষত-বিক্ষত,
রক্তাক্ত । পুরুষ সমাজ নির্বিকার, আচরনে দেখিয়েছে ঔদ্ধত্য ।
নারী অপমানে সমগ্র নারী সমাজ আজ প্রতিবাদী । প্রতিবাদের ভাষা
হোক আরও সোচ্চার । জয়ধ্বনিতে ঘোষনা করুক নারী,
তার নারীত্বের অহংকার ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ