শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অনন্যা পাল সেনগুপ্ত




পোস্ট বার দেখা হয়েছে


ইচ্ছে
অনন্যা পাল সেনগুপ্ত

আমার ও  তো ইচ্ছে করে নিশুত রাতে নির্ভরতায় মোড়া বুকটাতে মাথা রেখে শুতে,
আমার ও তো ইচ্ছে করে সকালে ঘুমন্ত তোমার মুখটা দেখে দিন টা শুরু করতে, 
আমার ও তো ইচ্ছে করে যখন রান্না ঘরে ঘর্মাক্ত শরীরে আমি ঘেমে নেয়ে অস্হির
তখন তুমি   পেছন থেকে চুপিসারে এসে আমার ঘামে ভেজা শরীর টা কে জাপটে ধরে আলিঙ্গন করবে,
সন্ধ্যায়  ধোঁয়া   ওঠা চায়ের কাপ হাতে দুজনে পাশাপাশি
 ব্যলকনি তে বসে চাএর স্বাদ নিতে খুব ইচ্ছে করে,
ইচ্ছে তো করে  আরো অনেক কিছু, ইচ্ছে র তো কোথাও
যাবার বাধা নেই,ডানা মেলে দিলেই হলো,
কিন্তু এখন বুঝেছি , ইচ্ছে দের ও 
বৈধ, অবৈধ পাসপোর্ট আছে,
যার জেরে   সব ইচ্ছে 
আর ডানা মেলতে পারে না ,
ঝাপটিয়ে ই মরে।
এখন বুঝি ইচ্ছের ডানা কাটা গেছে ,
ইচ্ছের বৈধতার পাসপোর্ট আমার নেই, 
আমার থাকতে পারে না ।
কিন্তু কেন?
কারণ আমার ইচ্ছে রা  সমাজের  কাছে  ব্রাত্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ