শারদ সংখ্যা ২০২০ || কবিতা || বিপ্লব পাইন




পোস্ট বার দেখা হয়েছে


 অবাঞ্ছিত সত্য
 বিপ্লব পাইন

দানবদলনী ক্লান্ত , পরিশ্রান্ত !
তবুও জানি- হারিয়ে যাবে না
আবর্জনায় ঠাসা জঞ্জালের ভীড়ে ।

পড়ন্ত বিকেলের হাতছানিতে
কথার স্বরলিপিগুলো আজ বড়ই অগোছালো ,এলোমেলো ।
জীবনের ক‍্যানভাসে ভেসে ওঠে
নীলাভ জলের বুঁদ বুঁদ আর
ফেলে আসা স্বপ্নের বেড়াজাল ।
মুষ্টিবদ্ধ হাতের মুঠোয় অস্থির ভবিষ্যত....

প্রতিদিন পুড়ছে সমাজের অবাঞ্ছিত বস্তু
কিন্তু আজ বাতাসে যেন একটু বেশিই 
পোড়া পোড়া গন্ধ , মনে হচ্ছে --
পুড়ে খাঁক হয়ে যাচ্ছে ভেতরের খাঁচাটা ।
অনেক দূরারোগ্য মারণ বিষকে
প্রতিহত করেছি আগেই ‌।

কখনো কখনো গভীর নিস্তব্ধতায়
বোঝানো যায় - আমি ভালো আছি ,
খুবই ভালো আছে আমার জীবন ।

মনের বলিরেখায় স্পষ্টত ভালোবাসার ছাপ !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ