শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শ্রীলিম




পোস্ট বার দেখা হয়েছে


অভিশপ্ত অশ্বত্থামা
শ্রীলিম

জীবন বৈচিত্রময়, ছয় ঋতুর ঘোরাঘুরি!
টানাপোড়েন থাকলে জীবন্ত মনে হয়!
শুয়ো পোকার প্রজাপতি হওয়া, পরম প্রাপ্তি!
ইচ্ছে গুলো ডানা মেলতে আকাশ পাই, বুঝলেন ....
কিন্তু তা হয় না!
দুর্বিনীতদের ছোঁয়ায় কেন্নোর মত গুটিয়ে যায়!
শৃঙ্খলা পদে পদে আর আছে পিছুটান!
শেষ করে দেয় জীবন নামক পরম বস্তু!
ঘুচবে না চাওয়া পাওয়া,
একেবারে শেষ কি চিতায়?
হবে না!
শিকড় যতদিন মাটিতে গজিয়ে উঠবে পাতা!
প্রদীপের তলার অন্ধকার,
বসুন্ধরার সৌষ্ঠবে দ্বৈধতা!
জোয়ার ভাটা খেলা জীবননদী!
সবই থাকবে শান্তিও থাকবে নিশ্চয়?
জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার ফলাফল!
থাকবে না শান্তি, থেকে যাবে অপূর্তি.....
নাহলে সব জেনেও না জানার ভান করি!
রক্তের রঙ এক হলেও,
চামড়া আলাদা হলেও,
একই অক্সিজেন গ্রহণ করেও,
জরিপ করি ক্ষুদ্র বৃহৎ, গোত্রাগোত্র বিচার।
অশ্বত্থামা তোমার মনে পড়ে সেই অভিশাপ?
মনে থাকার কথা নয়....
থাকলে, গর্ভস্থ প্রাণ কেড়ে নেওয়ার অপরাধ করতে না।
তোমার উত্তরসূরি আমরা,
খুঁচিয়ে ঘা করতে জানি, প্রতিকার জানি না।
ভুলের মাশুল গুনতে হয়, তৃষ্ণা বজায় রেখে।
এই নিয়ে জীবন কাটবে!
নয়নে মোহের শার্শি দেওয়া।
নিজের পায়ে কুড়লও মারি,
আবার জ্ঞান বৃক্ষের ফলও খায়।
সুস্থ জীবনের জন্য লালাও ঝরায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ