শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শিল্পা ঘোষ (সারা)




পোস্ট বার দেখা হয়েছে

ফ্যাশনের শহর ইতালি
     শিল্পা ঘোষ (সারা)

সূর্যের পালা শেষ হলো ।সে যখন যাচ্ছে আকাশে তার ছাপ। যেনো দিকে দিকে তার মোহো ছিটকে ছিটকে বেরোচ্ছে ।
 অবশেষে তোমার আমার দেখা করার সেই সময় .... বিকেল আর সন্ধ্যার সন্ধিক্ষণ ।
    দুই ধারে  বড়ো বড়ো ইমারত মেখে নেয় বেলাশেষের ক্লান্তি ।
 মাঝে শুধু বয়ে যায় গ্রান্ড ক্যানেল ।
     ফটোগ্রাফির শখ  ছাড়িয়ে নৌকা জল কেটে পেরিয়ে যায় শহর।
       রাস্তার ধারে ধারে স্ট্রিট ল্যাম্পের আভিজাত্য ।

  কারুকার্যের দেয়ালে ইতিহাসের নস্টালজিয়া।স্থাপত্যে ভাস্কর্যের অহংকারে আকাশে তারা ফুটছে।
সেই নকশা করা নৌকা।
 সেই ঐতিহাসিক গন্ডোলাস মুগ্ধতা নিয়ে যেনো ঘোরে ফেরে ।
তোমার আঁকা জুড়ে শুধু বিকেল ।
দাঁড় যখন জল সরাচ্ছে তখন তুমি আমায় কবিতা বলছিলে। দু ধারে কত লোক, জলের দিকে তাকাতেই সন্ধ্যা যেনো ভেসে উঠলো।

    তোমার আমার হাতে হাত রাখার গল্প লেখা আছে ভাস্কর্যের গায়ে ।
আমরা প্রতিদিন ছুঁয়ে ছুঁয়ে চলে যাই একরাশ ইতিহাস।
আমি যখন তোমার কাঁধে মাথা রাখলাম তখন সন্ধ্যা আরও গাঢ় ।
তখন তোমার কবিতার শেষ চরণ চলছে ।
 জলের স্রোতের ছন্দে  আমাদের প্রেম রচিত হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ