শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রুরু




পোস্ট বার দেখা হয়েছে


প্রিয় আধ্যাত্ম
রুরু

প্রিয় আধ্যাত্ম , তুমি তো বোঝো না ইতিহাস ।
তবুও বলছে কৃতদাসে পরিনত বসবাস ।
তোমার গরু , কুকুর , শূয়োরের দাপটে  
আজ আদর করার জায়গা নেই পৃথিবীর ওষ্ঠে ।
নিঃশ্বাস ছোট হয়ে আসছে রক্তপাত , কান্না , হাহাকারে  !
ততোধিক সঙ্করায়ণ ঘটেই চলছে শ্বাপদ আর মুদ্রারাক্ষসের অবৈধ যৌন বিহারে !
প্রিয় আধ্যাত্ম , সবদিক ভেবেচিন্তে যাচ্ছি ল্যাবে ,
কেটেই ফেলব সেই ডিএনএ সকল দূর্বৃত্তায়ন যার প্রভাবে !
অন্ধকারে মরতে রাজি না পূর্বপুরুষদের দেখানো পথে  ।
এখনো খরচ করতে পারিনি একটাও , এবার খরচ করব  ,
যে যে শত প্রেম লেখা আছে আমার হাতে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ