শারদ সংখ্যা ২০২০ || কবিতা || কিংশুক সাঁই




পোস্ট বার দেখা হয়েছে


কুচোফুল 
কিংশুক সাঁই

যদি কুড়োতে বলো আলপিন তবুও শিউলিই কুড়াবো, 
তোমার শাড়ির পরিপাটি আঁচলে আলপিন দেব আর খোঁপায় শিউলি, 
যদি বলো মানাবে না, তবুও তোমায় নতুন সাজে সাজাব। 

আমি যদি তোমার প্রেমিক হতাম- 
বৃষ্টি আকশে রামধনু আঁকতাম 
ঘুমের দেশে দৌড়ে গিয়ে রঙীন স্বপ্ন এনে চোখে মাখিয়ে দিতাম.. 
নয়তো যেতাম সাত সাগরের পার, তেরো নদীর গল্পের আড়তদার, 
মুঠো ভরে আনতাম রুপকথার গল্প, 
তুমি যদি হাসতে, তবে ছড়িয়ে দিতাম মুক্তো, 
যদি আমি তোমার প্রেমিক হতাম -লিখতাম আরোও অনেকগুলো গল্প...

পথ পেরোনো পথিক আমি, রয়না পড়ে জলছাপ 
ফুল কুড়োতে বলোনা তুমি, অথচ ফুলেই যত মধুর সুবাস, 
যে পথ জুড়ে প্রেমই শুধু, ছড়িয়ে আছে ফুলের বেশে 
সে পথেতে হেটেই যাই, দীর্ঘসময় ভালোবেসে। 

তবু যদি না নাও ডেকে, কুড়োতে বলো অন্য কিছু 
তবুও তোমার প্রেমিক হবো, কুড়িয়ে নেব ফুল-কুচো,
দূরে থাকার দূরত্বটা তুমি মাপতে থাকো মাইলেজে 
আলোকবর্ষ রইলে দূরেও, ছুঁয়ে আছো এই অন্তরেতে....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ