শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অসীম কুমার মন্ডল




পোস্ট বার দেখা হয়েছে


বলা সহজ করা কঠিন
অসীম কুমার মন্ডল
.
সহজভাবে সহজ কথা আমরা যতোই বলি
নয়কো সহজ পালন করা কথার অলি গলি
সৎ বাক্য আর সৎ চরিত্র সবখানে চাই, আশা;
নিজের বেলায় মানতে গেলে শকুনির ওই পাশা।

সোফায় বসে বলি ঠিকই 
     ট্রাফিক আইন মানো
          রাস্তায় গিয়ে উল্টা চলি,
               পদ কি আমার জানো?
ধুম্র পান আর মদ্য পানে ক্যান্সার জানি হয়
তবুও পাবে সন্ধ্যা হলে পাড়ার ওই জলসায়। 
বনিক দেখি ফনিক মারে ফল ফলাদির গায়ে
টং এ গিয়ে হুকুম করে খাটি দুধ চাই চায়ে।

কশাই তোরা মস্ত চোরা 
     বলেন বাবু ইঞ্জিনিয়ার
           তিনিই আবার টাকার কাছে 
               বিক্রি করেন আপন চেয়ার।
তেড়ে বলেন ডাক্তার বাবু দুধ কেনো হে পাতলা
তিনিই আবার ধান্দা করেন কমিশনের কাতলা। 
কর্মকর্তা কলঙ্ক সব বলেন যতো ছাত্ররা
তাদের হাতেই লাঞ্চিত হয় নীরিহ সব শিক্ষকরা

দেশ ছেয়েছে চোর ডাকাতে 
       বলেন আর্মী পুলিশ
           তারাই আবার ঘুসের টাকায় 
                  খাচ্ছেন বড় ইলিশ।
জনগনের ক্রোধ ভীষণ কাজ করেনা নেতা
এই জনগন ভোটের সময় টাকায় বেঁচে মাথা।
তাই তো বলি বলা সহজ করা ভীষণ শক্ত
পরের দোষ না ধরে ভাই নিযে হও দোষ মুক্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ