শারদ সংখ্যা ২০২০ || কবিতা || ইন্দ্রাণী পাল




পোস্ট বার দেখা হয়েছে


কর্কটক্রান্তি
ইন্দ্রাণী পাল

যেতে যেতে
তুমি ফিরে দাঁড়িয়েছ--হয়তো অনেক কিছু বলার ছিল গোপন মুগ্ধতাও ছিল

চটিজোড়া হেলমেট ভাঙা টর্চ পড়ে আছে মেঝেতে রাইটিং প্যাড জলের গ্লাস আর ফুলদানি টেবিলে দেওয়ালে ঝোলানো
ডাললেক স্থির দাঁড়িয়ে; আর তার ছায়া এসে পড়ছে আমাদের মুখেচোখে। বন্ধ হাতঘড়ি। ঠান্ডা ফ্রিজ বারান্দায় এসব ছেড়ে
আমি ভেসে যাচ্ছি অন্য এক কর্কটক্রান্তির দিকে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ