শারদ সংখ্যা ২০২০ || কবিতা || দেবাশিস বসু




পোস্ট বার দেখা হয়েছে


তুমিই হেলিয়স-সূর্য দেবতা
দেবাশিস বসু

যীশু তো তোমারই সন্তান-বাইবেল তোমারই নামাঙ্কিত
সব দেবদেবীরই মস্তক তোমার স্বর্গীয় দীপ্তিতে শোভিত
ফিথন তোমার চারটি ঘোড়ার রথের হারালো নিয়ন্ত্রণ
সারাটা পৃথিবী জুড়ে তাণ্ডবে হুতাশন
জ্বলে পুড়ে খাক বিশ্বচরাচর যাবৎ সৃষ্টি
জিউসের বজ্রে মৃত‍্যুই ছিল তস্করের পরিণতি
সিসিলির সৈকতে অডিসিউসের যোদ্ধারা
তোমার পালিত পশুদের অনৈতিক হননে
তুমি তো বলেছিলে চলে যাবে
এই পৃথিবী ছেড়ে নির্বাসনে
পাতালের পথে
হেডিসের অন্ধকার জগতে
নিষেধ শোনেনি সশস্ত্র সৈনিককুল-বড়ই নির্লিপ্ত ভঙ্গী
জিউস পুড়িয়ে দিল জাহাজ-
অডিসিউস জীবন্ত তবু মৃত সব সঙ্গী
চন্দ্রাবলী সিলিন তো তোমারই বোন
পরিণয়ে হয়নি তো সুখী গৃহকোণ
গোধূলিতে চড়ে তুমি সোনার পেয়ালায়
চলে যাও সুদূর পাশ্চাত্যে ইথিয়পসের পথে বিদায়বেলায়

"দ্বাদশবর্ষীয়া আমি-বন্ধুদের সাথে পুষ্প উদ‍্যানে
হেডিস এলো রথে চেপে অতি সঙ্গোপনে
আমাকে ধরে নিয়ে গেল মাটির ফাটল দিয়ে-অন্ধকার রসাতল
কত ক্রন্দন.. কত হাহাকার.. সবই বিফল
সূর্যদেবতা তো এগিয়ে এলোনা আমায় বাঁচাতে
আজও বছরের ছয় মাস  শীতল ঐ পাতাল জগতে"
পার্সিফোনের নির্দেশেই ক্রোটাস করে অপহরণ
শাণিত তরবারির আঘাতে শিরশ্ছেদ..অন্ধকার আকাশ..
মুষলধারে অবিরাম বর্ষণ

সব রাতই শেষ হয় সাতটি ঘোড়ার রথে
থাকে একটি ক্ষীণ আলোকরেখা সব মেঘেরই পশ্চাতে
তুমিই হেলিয়স-সূর্য দেবতা
সময়ের সাথে অপসৃত-অ্যাপোলোই আজ আলোর বিধাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ