শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মহুয়া হাজরা




পোস্ট বার দেখা হয়েছে

আশা
মহুয়া হাজরা

দিনের পর দিন চলে যায় 
মিশে যায় কালের গহ্বরে, 
কিছু ভালো অভিজ্ঞতা, কিছু বা মন্দ 
রয়ে যায় স্মৃতির কারাগারে। 
এ কি দিন এল জীবনে! 
আর তো লাগে না ভালো 
এ বন্দীদশা, এই উৎসবের দিনে। 
কেন জাগে না মনে, 
রোমাঞ্চ আর খুশীর রেশ! 
খালি মনে হয়, কবে হবে 
এই বিভীষিকার দিন শেষ! 
নাই কোনো বন্ধু মিলন, 
নাই কোনো সামাজিক উৎসব! 
একটাই শব্দ কানে বাজে, 
সামাজিক দুরত্ব, ছেড়ে সব। 
মন চায় ফিরে যাই, 
ফেলে আসা হৈ-হুল্লোড়ের দিনে, 
ভাবি, আবার মিলন হবে 
কতোদিনে, সবার সনে। 
প্রতিদিন সূর্য ওঠে, 
আসে এক নতুন ভোরের আলো 
মনে আশা জাগে, 
কেটে যাবে যত আঁধার কালো। 
আজ ধরণীর আকাশ বাতাস 
হয়েছে বিষাক্ত, 
বিষে নীল ধরণী, বৃষ্টিস্নাত হয়ে 
করছে নিজেকে মুক্ত। 
ভোরের পাখি গান গায়, মিষ্টি মধুর 
জানি না, কেন লাগে ছন্দহারা সেই সুর। 
শাখায় শাখায় ফোটে ফুল, 
নব-পল্লবে বিকশিত মুকুল! 
চারিদিকে শোনা যায় অলির গুনগুন 
সব ছাপিয়ে, বেজে চলে 
বিদায় বাঁশির সুর সকরুণ। 
মনে বড় আশা, এই ধরণী, 
আবার হবে স্বপ্নের দেশ! 
এই বিশ্বচরাচরে থাকবে না 
আর কোনো ক্লেশ। 
আবার আসবে ফিরে 
হারিয়ে যাওয়া দিনগুলো, 
ফুটবে সবার মুখে হাসি 
দেখতে লাগবে ভালো।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ