শারদ সংখ্যা ২০২০ || কবিতা || দীনেশ কুমার আগরওয়াল




পোস্ট বার দেখা হয়েছে


ভালোবাসার গতি
দীনেশ কুমার আগরওয়াল
          
শীতলতার স্পর্শ মনোরম দৃশ্য 
শরৎ এসেছে  দেখো
কাশ ফুলের দোলা মন খোলামেলা
দেবীর আহ্বান,আনন্দ তে মাখো।

শিশির বিন্দু জমে যে ঘাসে 
সহস্র মুক্ত যেন প্রাণ খুলে হাসে 
ধবল তুলার রাশি যেন বাদল রুপে আসে
মনোমুগ্ধকর দৃশ্য কিছু গগনে তে ভাসে।

বলাকার সারি চলে যে আকাশে
উদাস মন মোর দ্যাখে তারে বসে 
বিরহের জ্বালা  ওঠে জেগে বুকে
অনিশ্চিতার মধ্যে ও খুঁজি আমি তাকে।

পাতা ঝরাদের সব শুরু হলো ঝরা
কবির মন তবে ব্যাকুলতায় ভরা
ভুলতে চায় সে কিছু পুরাতন স্মৃতি 
পারবে কি করে,এ যে ভালোবাসার গতি।

শিউলির চাদর মোরে দেয় হাতছানি 
ডাক মোর প্রিয়তমার,আমি তা মানি 
দাও হে ঈশ্বর শক্তি মোরে তুমি 
মরীচিকার জাল হতে বাঁচতে পারি আমি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ