শারদ সংখ্যা ২০২০ || কবিতা || প্রিন্স এ ওয়াকী




পোস্ট বার দেখা হয়েছে


নামাবলীর প্রহেলিকা এবং অপ্রকাশিত কবিতা 
প্রিন্স এ ওয়াকী 

জীবন্তিকা মেঘ বালিকা 
জীবনের ছবিগুলো মুছে ফেলা যায় না
অথবা
অপবাদ বহুলাংশে পাপকর্মের সূচনা
সামান্য ভুলের খেসারত 
থামিয়ে দেয় স্বপ্ননামা।

নামে কী আসে যায় 
নামেরও বিভ্রাট আছে প্রচলিত সংস্কারে, 
হবুচন্দ্রের গবুচন্দ্র ভীষণ খেয়ালি
অলিখিত বিধিবিধান খেল তামাশা 
কালো অপচ্ছায়া অস্বচ্ছলতার জাল বিস্তার করে, 
নামের সংশোধন গ্রহণযোগ্যতা হারায় সুধী সমাজে
নেতৃবৃন্দ বক্তব্য দেয় গতানুগতিক গুরুগম্ভীর 
গণজমায়েতের একাংশের উল্লাসধ্বনি নিয়মমাফিক।

সামাজিক জড়তা এবং সংকোচন 
নিরাপত্তা প্রদানে যদিও ব্যর্থ প্রিয় মেঘ বালিকা
তথাপি খবরদারি চলতেই থাকে খাসা!
চলমান সভ্যতার দোরগোড়ায় 
মুখথুবড়ে পরে নানাবিধ অনুশাসন বিধিবিধান, 
ইত্যাদির মাঝেও গুপ্তঘাতক ওঁৎ পেতে থাকে
এলোমেলো খেলাঘর ধুম্রজালে ঢাকা পরে যায় 
অপ্রকাশিত অনেক কবিতার বলাৎকার চলতি খবর, 
প্রহেলিকা এবং অস্বাভাবিক প্রক্রিয়ার নেতারা
ইস্কাপনের টেক্কায় প্রখর দৃষ্টি রাখে লোভাতুর, 
সময় গড্ডালিকা প্রবাহের সমাণুপাতিক হার
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নিশ্চুপ দিশাহারা লেখার টেবিলে।

নামের বাহার আত্মসাৎ হয়ে যায় অযাচিতভাবে
ক্রমান্বয়ে ক্ষুন্নিবৃত্তি আঁকড়ে ধরে স্বপ্নের গাঁথুনি 
অজস্র নামের পাণ্ডুলিপি ঘুণে কাটে নির্বিঘ্নে 
অপ্রকাশিত সুখানুভূতি গুমরে কাঁদে কাগজের ঘরে। 
নামাবলী পদাবলীর অনুকরণে 
নিরুৎসাহিত করে চাওয়া পাওয়া, 
কবিতার সাথে অলিখিত বিচ্ছেদ 
অবশ্যম্ভাবী প্রহেলিকার সর্বশেষ সংস্কার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ