শারদ সংখ্যা ২০২০ || তৈমুর খানের দুটি কবিতা




পোস্ট বার দেখা হয়েছে

তৈমুর খানের দুটি কবিতা 

                আত্মরক্ষা 
            
নৌকা ভেসে গেছে 
বন্যা আসক্ত নদীও 
প্রেমের বৈঠারা কে কোথায় ? 

হাসিকান্নার জলে বিস্ময় তরঙ্গ তট ভাঙে 
সততার বিকল্প ছিল না যদিও 
এসময় ভেসে গেছে সেও 

নিজের ছায়ার কল্পনায় 
এখনও ভেসে আছি 
এই তীব্র প্রবাহে যতক্ষণ ভেসে থাকা যায় 
===
                   নীলবর্ণা
কোনও নীলবর্ণার কাছে 
আমার সাহসী বিশ্বাস রোজ যায় 

কী কথা বলতে চায়  ? 
বলা হয় না কথা তার 
প্রপীড়িত উল্লাস নীরব দহনের গান গায় 

নীলবর্ণা নিসর্গ হয় 
শস্যক্ষেত হয় 
    নীলবর্ণা তবু এক পাখি 
   আমার অনন্তলোকে তার ডাক শুনতে থাকি

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ