শারদ সংখ্যা ২০২০ || কবিতা || কামনা ইসলাম




পোস্ট বার দেখা হয়েছে


অন্তর যদি হাসে
কামনা ইসলাম 

নীরবে চোখের জল
 গড়িয়ে এলো বুকে,
জানিনা অনেক সুখে,
 না কি সামান্য দুঃখে।
যন্ত্রণার জল তো লোনা হয়, 
এটা তো ছিলো তিতো!
তাহলে কি, 
ব্যথাটা সে নিজেই দিতো?
তখন বুঝতে পারিনি আমি
নাহলে বুঝবার চেষ্টাও করিনি। 
বয়সটা গেলো বেড়ে, 
তাই কষ্ট গুলো এখন লাগে হাঁড়ে।
রঙমহলের রাজ প্রাসাদ, 
 মনে হয় পাষাণ পুরি,
ঘর ছেড়ে তাই  এদিক ওদিক
সারা বেলা ঘুরি। 
ফুলসজ্জা বড়ই লজ্জা 
কষ্ট এলে মনে,
শুঁকনো মাটি নুটিসুটি 
হোক বিছানা বনে।
শান্তি আছে সুখ আছে 
অন্তর যদি হাসে,
আপন স্বজন প্রিয় জন
যদি ভালো বাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ