শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সঞ্জয় চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে


সুখের প্রজাপতি 
 সঞ্জয় চক্রবর্তী

রৌদ্রছায়ার হিরণ্যমন
তমালের শিকড় ধরে অতলে
অন্যজন্ম আমার পৃথিবীর আগুন নিয়ে খেলে ।

ভয়ংকরের ভুলে আমি সহজাত
দ্যাখো তুমি একটাবার পাখি হয়ে ওঠো ।
তবে অপছন্দেরই চাতক হতে হবে,
কথা দাও কিন্নরদলের মতো গোপন অন্ত্যমিলে
পিপাসা পর্ব যেমন নিদারুণ কষ্টবাহার
কল্পনায় তার

আকাশকুসুমে মৃত্যু নিশ্চিত আসবে আবার ।
শুঁয়োপোকাকে কবে কেই-বা ভালোবাসে ?

সব শূন্যের পূর্ব থেকে পশ্চিম মিছে
চক্রাকারের কক্ষপথে দু-জনেই লাগামহীন
পায়েতে পরাগ মেখে সুখের সেই প্রজাপতিও মরেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. দুর্দান্ত একটি কবিতা পড়লাম । কবি সঞ্জয় চক্রবর্তী আরও নতুন নতুন কাব্যে সাজিয়ে তুলুন তাঁর কবিতার সাম্রাজ্যকে ।

    উত্তরমুছুন