শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অন্বেষা সরকার




পোস্ট বার দেখা হয়েছে


ছুটির মূল্য 
অন্বেষা সরকার 

রাঙতা দেওয়া দিনের মলাট ঝলমলিয়ে বলে,  
আজ প্রভাতে গোমড়ামুখো বাদল গেছে চলে |
কুয়াশা জাগা  শরৎ গন্ধ শিউলি ঢালা আতর, 
আজ প্রভাতীর সুরের মাঝে নীলচে আলোর ভোর |
এই সময়টা সদাই ছিলো আদুরে, আবদারী|
ছুটি দাও, ছুটি চাই,  মন বলতো ভারী |
মনে আছে আমি বলতাম-" পুজোর ছুটি গুলো 
আর কিছুদিন আগের থেকে দিলে হোত ভালো|" 
তু্ই বলতিস -" ঠিক বলেছিস, এতো রূপ, রঙ, 
কাশের বনে, সবুজ মাঠে মায়ের আগমণ;
এসব দেখার জন্য অবকাশের দরকার |"
আজ সেই কথা গুলো মনে পড়ছে বারবার |
এবছরে অনেক ছুটি অনেক অবকাশ ;
মনের মাঝে তবু কেমন চাপা অবিশ্বাস !
কাশের মাথা দুলছে তেমন নদীর চরের পাশে, 
সাদা মেঘও চলছে ভেসে স্বচ্ছ নীলাকাশে ;
কিন্তু সে সুখ উদযাপনের নেই মনে উচ্ছ্বাস, 
কাজের মাঝেই মূল্য পায় ছুটির অবকাশ |
আবার কবে ফিরবে সেদিন বলবি আমায় তু্ই, 
"অফিস না গিয়ে আজ দুজনে ঘুরতে যাবি সই? "

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ