শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শুভেন্দু চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

প্রায়শ্চিত্ত
শুভেন্দু চক্রবর্তী

শেষ কবে, তোমার সাথে হয়েছিল আমার দেখা, 
পড়েনা মনে- তাই তোমাকে এই পত্র লেখা।
কতদিন তোমার পাইনি স্পর্শ- দেখিনি তোমার রূপ,
দেখা কি আর হবে না প্রিয়া, কেন করে আছো চুপ ?
ভালো নেই আমি তোমার বিহনে, কষ্টে কাটছে দিন,
তুমি না এলে মরেই যাবো, বাঁচব না আর বেশিদিন ।
স্বীকার করছি ভুলটা আমার- বুঝিনি তোমার মন,
হত্যা করেছি নিজের হাতে তোমার আপনজন।
জানি এই ভুলের হয়না ক্ষমা, তবু একটা সুযোগ চাই,
আমার পাপের প্রায়শ্চিত্ত, করবো এবার তাই।
শপথ নিলাম,  বৃষ্টি আর হবেনা আগের মতো ভুল
বৃক্ষরোপন ই আমার পাপের প্রায়শ্চিত্ত এর মাসুল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ