শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সোনা মুখার্জী




পোস্ট বার দেখা হয়েছে


সৌন্দর্য অবিনশ্বর
সোনা মুখার্জী

সৌন্দর্যের মৃদু ঝাঁকুনিতে-
আমরা অপলক দৃষ্টিতে চেয়ে থাকি-
এবং পরম তৃপ্তিতে স্বর্গীয় শ্বাস গ্ৰহণ করি।-

সে দানশীলতার অপার মাধুরীতে  পরিপূর্ণ-
যার ব্যাপ্তি সুরের ধারার মতো-
নিবিড়, নিখাদ, গভীর এক অনুভূতি!
যাকে স্পর্শ করা যায়না।

মেজাজের রুক্ষতা আর যন্ত্রনা - 
সে কুরে কুরে সরিয়ে ফেলে,
কোন এক অচেনা পথের ধারে।
যার নীরবতার আচ্ছন্ন জালে
আমরা আটকে থাকি!

আমাদের শরীর যখন -
মৃত্যুর আবরণ উন্মোচন করে!
আমাদের বুক যখন ঘন কুয়াশায় ক্লান্ত
ও রুদ্ধ হয়ে যায়!
সৌন্দর্য তখনো রেশমী চাদরে
আমাদের জড়িয়ে রাখে।
তাইতো আত্মা অবিনশ্বর ও
চির শান্তিতে বিরাজমান।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ