শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রীনা নস্কর




পোস্ট বার দেখা হয়েছে


রঙচটা ক্যানভাস
রীনা নস্কর

প্রতি পলে মৃত্যুকে দেখি
একটু একটু করে সরে আসে কাছে !
কোনদিন ছোঁ মেরে নিয়ে যাবে আমায় নিঃশব্দে
কেউ পাবেনা খবর ।

রাতের পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে
জেগে থাকে ধ্রুবতারা ,
অনাহারী প্রহর তন্দ্রাহারা ,
ভয়ে ভয়ে তাকিয়ে দেখি মৃত্যুর ছায়া কাছে,
কারো নেই কোন ভ্রুক্ষেপ !

ফুটপাতে খোলা আকাশের নীচে
যেখানে প্রতিদিন দলীয় আঁচলতলে
সমাজ বিরোধীদের দাপাদাপি চলে  ,
ভয়ে ঠিকানা যায় বদলে !

নিরাপত্তার কোন অস্তিত্ব নেই !
খোলা আকাশের কপট দৃষ্টি ,
চঞ্চল সমীরণের চপেটাঘাত ,
সেইখানে কেউ ভুলেও দৃষ্টিপাত করেনা
এই আধমরাটার দিকে !

যেখানে আমার শৈশব, যৌবনের ক্যানভাসে
সব রঙ গেছে মুছে, ইঁট পাথরের ঘাণি টানতে টানতে,
 নিষ্ঠুর অদৃষ্টের করতলে 
ভাগ্যের সব রেখা ঘুমাচ্ছে !

সেখানেই প্রতিদিন প্রতি'পলে 
মরে মরে আছি বেঁচে !
কেউ কি সে খবর রাখো ?
কোন খবরই রাখেনা কেউ !!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ