শারদ সংখ্যা ২০২০ || কবিতা || জুয়েল রাজ




পোস্ট বার দেখা হয়েছে

অবেলায় এলে তুমি
জুয়েল রাজ

বড্ড! অবেলায় এলে তুমি;
আমার যাওয়ার হয়েছে বেলা,
আমাকে যে যেতেই হবে
তুমি ভেবো নাকো এটা অবহেলা।

স্মৃতির আলপিনে থাকবে তুমি
তুষার শুভ্র তোমার বদন,
তোমার অশ্রু তুমি সরিয়ে নাও
আমার কান্না আসতে পারে এখন।

সময়ের শ্রুতে বাধা সবাই
করতে পারি না তাকে হেলা,
বড্ড অবেলায় এলে তুমি
আমার যে বয়ে গেল বেলা।

তুমি থাকবে আমার হৃদয় মন্দিরে
হয়তো হবে না রোজ পুজা,
তবে থাকবে তুমি হৃদয় মন্দিরে
যদিও তোমার নাম ধরে আর হবে না খোঁজা।

সকল পথের বাঁকে থাকবে তুমি
মনে পড়বে তোমায়; বার্ধক্য বেলায়,
ভেজা কাঠে জ্বালিও না আর আগুন
আমাকে যে ফিরতে হবে এই অবেলায়।

বড্ড অবেলায় এলে তুমি
আমার যাওয়ার হয়েছে বেলা,
রক্তিম সূর্য যে কপালে ঠেকেছে
আমাকে যে বইতে হবে তার জ্বালা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ