শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মেঘে ঢাকা তারা




পোস্ট বার দেখা হয়েছে

বেঁধেছি যে জীবন বীণার সুরে 
মেঘে ঢাকা তারা

নাইবা তুমি থাকো থাকুক আকাশের ঐ চাঁদ,
তাকে দেখেই ভেবে তোমায়,  ভাঙবে খুশির বাঁধ।

নাইবা তুমি ডাকো ডাকুক শালিক গাছের শাখে,
শুনবো  তোমার কন্ঠ আমি শালিকটার ঐ ডাকে।

নাইবা তুমি থাকো থাকুক পুবের মাতাল হাওয়া,
লাগলে প্রাণে পরশ তারই তোমায় হবে পাওয়া।

নাইবা রাখো মনে আমায়,ফুটলে গোলাপ গাছে-
হবো খুশি ভেবে তুমি আসলে ফিরে কাছে।

নাইবা তুমি পাঠাও তোমার রঙিন চিঠিখানি,
উড়ন্ত ঐ বকের পাখায় পড়বো তোমার বাণী।

নাইবা দিলে দেখা আমার স্বপ্নপুরীর দেশে,
কল্পনাতেই দেখবো তোমায় নানান রঙের বেশে!

পারবে নাকো কোনভাবেই রইতে তুমি দূরে,
বেঁধেছি যে তোমায় আমি জীবনবীণার সুরে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ