শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সায়নী ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে


আবদার
সায়নী ব্যানার্জী

আবদার এক ভীষণ মায়া,
ফেরানো কঠিন বাড়ানো হাত-
আবদার জড়ানো ভীষণ মায়ায়
গল্প লেখে প্রতিটা রাত l
        আবদার জানে কতটা চাওয়া
         হৃদমাঝারের গভীর জলে-
         উজাড় করার ভঙ্গিমারাই
     আসল প্রেমের গল্প বলে l

কিছুটা বাঁকা, কিছুটা ধাঁধা,
মনের নিজের রাস্তাগুলো-
আবদার হয়ে আবেগ কিছু
আদর সেজে মনকে ছুঁলো l
                মায়ার কলমে পড়লো বাঁধা
                 হিসাব করা মলাট খাতা,
                 গল্প লেখা গভীর রাতে
                  স্বপ্ন বোনে নকশিকাঁথা l
ঈশান কোণে ভোর হয়ে যায়,
সুর বেঁধে যায় ভোরের  রাগ-
মায়া জড়ানো ভোর কুয়াশা
আবদারেতে আমারই থাক ll

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ