শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সংঙ্গীতা ভদ্র কর্মকার




পোস্ট বার দেখা হয়েছে


শেষ থেকে শুরু 
সংঙ্গীতা ভদ্র কর্মকার

জীবনের প্রথম অধ্যায়ের পাতা ওল্টালে
দুঃখ বেদনা হারানোর লেখা পাই না একটাও,
চলছিল ও বেশ ভালো,ছেলেমানুষি নিয়েছিলাম; 
ভেবেছিলাম জীবনটা হয়তো এতটাই সহজ ও সরল।
জীবনের দ্বিতীয় অধ্যায়ের পাতা ওল্টালে
শুরু হলো নানা ভারী শব্দের জাগরণ বোধ-চেতনা 
তুমি কতটা শিখেছো বলতে পারো- ঝালাই চলে, ভুল শিখলে হাসবে সবাই-শেখাবে যে হাতে গুনা 
কয়জন।
জীবনের তৃতীয় অধ্যায়ের পাতা ওল্টালে
পড়বে তুমি অথৈ জলে,হাতটা ধরবে না কেউই
দূর থেকে জ্ঞান দেবে এটা কর ওটা কর কিন্তু  
আসলে যে কোন টা ঠিক?খাবে তুমি ভিরমি!
সাহায্যের হাত শূন্য,আপনত্ব মুখোশ আলগা
চলে সময়-অসময়ের হিসেব। 
তখনই হবে শেষ থেকে শুরু নতুন অধ্যায়ের দীক্ষা 
লড়তে তোমায় শেখাবে প্রতিমুহূর্তে জয়ের নেশায়,
এখানে শক্তি দেবে পুঁথির শিক্ষার অধিকৃত "তিনটি অধ্যায়ের" দৃষ্টান্তস্বরূপ অভিজ্ঞতা।
এ ভাবে যে চিনবে-অচেনা রাস্তা,
হবে চেনা ঠিকানা
শিখবে জড়তা কাটিয়ে সম্মুখে কথা বলার ভঙ্গিমা,
যমের দুয়ার থেকেও ফিরিয়ে আনার পরিকল্পনা।
পাশের লোকটার মিছে জ্ঞানে জ্বলবে গাঁ,যত্তসব; 
সৎ বুদ্ধিতে মরন ও ভালো,মনে হবে সে কথা!
কে কি বলল বাদ দাও,হোক তবে নির্ভীকে আজ
"শেষ থেকে শুরু" সুদীর্ঘ পথ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ