শারদ সংখ্যা ২০২০ || কবিতা || গায়ত্রী ভাদুড়ী




পোস্ট বার দেখা হয়েছে


বিভেদ 
গায়ত্রী ভাদুড়ী

ওই ছেলেটা পথের ধারে
শারদ কাটে ছিন্নবস্ত্রে।
তোমার ছেলের বারোখানা
আর ও হবে গোটা চারেক।

তোমার ছেলের আরও হয়েছে 
কয়েকজোড়া ফ্যান্সি জুতো
ওই ছেলেটা খালি পায়ে 
হেঁটে বেড়ায় বহু প্রান্ত।

তোমার ছেলে পুজোর মেলায় 
নিল অনেক দামী খেলনা।
ওই ছেলেটা দেখছে চেয়ে 
চোখ ভরে তার আসছে কান্না।

তোমার ছেলের জুটছে পুজোয় 
নিত্য নতুন হরেক খাবার...
ওই ছেলেটার জুটছে মুখে
উচ্ছিষ্ট তোমার আমার

তোমার ছেলে দেখছে মাকে
রঙবাহারি নতুন সাজে।
ওই ছেলেটি ডাকছে মাকে
পথের ধারে একলা সাঁঝে।

তোমার ছেলের কাটছে পুজো
হইহুল্লোড় আনন্দেতে
ওই ছেলেটাও পুজো কাটায়
কোনোরকম বেঁচেবর্তে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ