শারদ সংখ্যা || কবিতা || সম্পা রানী মোহন্ত




পোস্ট বার দেখা হয়েছে

দুর্গতিনাশিনী মা দুর্গা 
সম্পা রানী মোহন্ত

তুমি আসবে বলে মাগো,
কত স্বপ্ন কত আশা জাগে মনে।
প্রতীক্ষায় আছি মোরা,
পুলকিত শোভে আসবে তুমি শারদ শুভ ক্ষণে ।
মৃদু নৃত্য শুরু করেছে মাতিয়া কাশফুল,

পলকা বাতাসে সারি বেঁধে তারা দুলিছে দোদুল দুল।
সবুজের মাথায় শুভ্রতা ভরি এঁকেছে আলপনা,
মেঘের সাথে মিতালী করেছে দিতে তব সংবর্ধনা।
নিত্য ঊষায় পদরেণু আশে শিউলি পথপ্রান্তে,
মায়ের চরণে স্পর্শ লভিবে আলতা ধরিবে বৃন্তে।
কল্যান প্রদায়িনী মাগো, এসো না গো! রয়েছো কতদূর
অশান্তি ভরা মর্ত মাঝে , আন্তরিকতা যে কর্পূর।
দেবতাদের আবেদনে  তুমি বধিছো মহিষাসুর !
বিশ্ববাসী আকুল হেতা নিধন হবে নির্দয় করোনাসুর।
বিবেকের আজি সমাধি ঘটেছে হিংস্রতা বাড়াবাড়ি,
নারীশক্তি মূর্ছা প্রায়, তুমি প্রকট হও তাড়াতাড়ি।
অহংকার আর প্রাচুর্যতায় আমিত্বময় মানুষজন,
মাকে সন্তান রাস্তায় ফেলে আসে বাঁচাতে স্বীয় জীবন।
হেথা মায়া-মমতা ধার ধারে না,
বিপদে কেউ কাউকে চেনে না।
আমরা শব্দ উঠে যাবে মাগো,
ফিরিয়ে দাও তাদের চেতনা।
ত্রেতার রাবণ ফিরেছে আবার, করোনার রূপ ধরে,
হিংসা দম্ভ আর অহম ভাবটি ভরে গেছে দেশজুড়ে।
দুর্নীতি তথা স্বেচ্ছাচারিতা মিলেমিশে একাকার
শ্রদ্ধা ভক্তি গিয়াছে জলাঞ্জলি , না মানিয়া শুদ্ধাচার।
চিরাচরিত তোমার আগমনে,
পুলোকে ভরা উল্লাসিত মনে।
বাহারি পোশাক মন্ডা মিঠাই,
আরতী নিত্য বাধ্য বাদনে।
কচি-কাঁচা সব মলিনবদন ,
অনাড়ম্বর হলে তোমার পূজন।
দর্শনে থাকবেনা স্বাধীনতা আর
নিয়ম মেনে প্রসাদ ভোজন।
আদ্যা শক্তি মা, তুমি নীরব থেকো না
মিটাও যত অশুভ শক্তি ,দেখিয়ে তোমার মহিমা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ