দৈনিক কবিতা || Daily Poem




পোস্ট বার দেখা হয়েছে


Nevertheless

Mirela Necula 


Painter of smile,

You are love,

You are measure,

jam on the tray, nectar on the mouth, 

me, the chilling cry, 

on the hostile lip of darkness, 

you, proud star next to me

remained "whole and frozen"

in the rag of life without chirping.


Insensitive to never ending

sadness, 

in voiceless time and space,

we are looking eye to eye incessantly, 

in "edenic incarnation"

how motionless he asks us, he has us. 


"Nothing lights up, and no one, of the moonlight" 

Nevertheless, my love, I will extinguish the night in my hand.


====

এক সাহসী নক্ষত্র

সাহানুকা হাসান শিখা


সেই দিনটি ছিলো বড়ই প্রশস্ত,

সময়টি ছিল খবুই বিশ্বস্ত। 

সূর্য্যটা ছিলো ভীষণ তেজী

রাতটী ছিলো কোজাগরী। 

সাগরে দোলছিলো ভরা কটাল। 

আর আকাশটা ছিলো মুক্ত। 

নীল নীল আর নীলের সম্ভার। 

পৃথিবীতে যে এসেছিলো,

সে এক সাহসী  নারী নক্ষত্র। 

দিনে দিনে ফুটে উঠেছিলো

তার প্রতিভার উজ্জ্বল আলো। 

সে স্রস্টার সৃস্টি কে বাসে খুব ভালো। 

তার চিন্তা আর চেতনা জুড়ে,

নারী মুক্তির আওয়াজ উড়ে। 

স্বাধীনতার রঙিন প্রাসাদ গড়ে,

শান্ত শীতল বারিধারা ঝরে,


===

স্বপ্ন প্রদীপ 

কামনা ইসলাম 


তোমার দুচোখের কোণায়কি জড়িয়ে আছে আজও সেই ভোর?

যখন জলরাশি গুলো সিক্ত ছিলো!

সুবাসিত গন্ধ মাখানো ভোরের সূর্য দেখার অপেক্ষায়। 

তুমি কি ভেবেছিলে শিশিরভেজা মুক্ত গুলো কখন যেন হারিয়ে যাবে?

সঙ্গী হবে বিষন্নতা দীর্ঘশ্বাস আর অবহেলা?

 মনের মাঝেই লুকিয়ে আছে ভাষাহীন বিতৃষ্ণা। 

যা নাকি জীবনের লিলাভূমিকে আঁকড়ে রাখে।

সুপ্ত অন্তর জুড়ে বেদনার অশ্রু সজল চোখে গড়িয়ে পড়বে। 

ভাবনার লোকচক্ষু আড়াল করে রেখো,

সবই লুকিয়ে রবে। 

জলের কণা গুলো বরফের পাণ্ডুলিপি হয়ে জমা রবে বুকে।

ভাবতে নেই সব অনুভূতি 

কল্পনার ছবি হয়ে 

দূর আকাশের গায়ে জোছনার আলোয় নিজেকে মেলাবে।

আলোকময় ভুবনের সকল রূপ তুমি খুঁজে নিবে।

এসেছিলে, চলে গেলে শুধু ভাবনা গুলো রয়ে গেলো।

নিঝুম রজনীর পথ ধরে বয়ে চলা, 

একলা মনে। 

আশার স্বপ্ন গুলো প্রদ্বীপ হয়ে জ্বলে উঠবে। 

কোনো এক নির্জনতায়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ