দর্পণ || কবিতা গুচ্ছ || পরিতোষ জানা




পোস্ট বার দেখা হয়েছে

অবিনশ্বর আত্মা

(সৌমিত্র স্মরণে)


মৃত্যুর সাথে তিন পাত্তি খেলতে খেলতে

অবিনশ্বর আত্মা গেল পরমাত্মার সাথে

মিলনের সুখ পেতে।

ধরনীর ধূলি পরে রইল পড়ে

অগণিত ভক্ত বৃন্দের অশ্রু পিছল পথ,

তাঁর জীবনের রথ উড়ে গেল বায়ূ ভরে

সবার হৃদয় উজাড় করে

নিয়ে গেল সকলের প্রেম ভালোবাসা।

===

ভান


তুমি ভালো আছো হয়তো

তবে আমি ভালো নেই।

যতই হাসির রেখা টানি মুখে

যতই মুখে প্রলেপ দিই

আমি জানি, আমি ভালো নেই। 


ভুমি ভালো আছো হয়তো

কিন্তু আমি ভালো নেই 

ভালো নেই আমার পৃথিবী

আমার শরতের আকাশ,

আমার শিউলি ।

হেমন্তের ধান ক্ষেতে লুটেরা ইঁদুর,

নবান্নের ঘ্রাণে মিশে বিষাক্ত বিষ,

আমার বসন্তের পলাশের লাশ

বুঝি হয়েছে উধাও

খুঁজে পাইনে কোথাও।


দিনের আলোয় আকাশ দেখি নীল

রাতের আকাশ দারুন অন্ধকার,

দিনের আকাশে একটি তারায় জগৎ আলো

রাতের আকাশে কোটি কোটি, তবু অন্ধকার ঘন কালো।


এই আছি, এই নাই, ইচ্ছে গুলো যাচ্ছেতাই,

আগুন হাসে, বাতাস হাসে 

চন্দন চর্চিত দেহ আগুনে প্রশ্বাস খোঁজে,

গোময় মিশ্রিত জল শুচিতা প্রদান করে

ঘরে ও বাহিরে।

তুমি হয়তো ভালো আছো,

কিন্তু আমি ভালো নেই,

ভালো থাকার ভান করে যাই।

===

পশুত্ব মানুষের মনে


দিন যায়,মাস যায়, সভ্যতার নব নব দিগন্ত উন্মোচিত হয়,

কিন্তু বদলায় না পশুত্ব মানুষের মনে,

কোজাগরী চাঁদ আছড়ে পড়ে যখন উঠোনে

অল্প দূরে দাঁড়িয়ে হাসে আঁধার।

মাঝরাতে ক্ষুধার্ত শিশু কেঁদে ওঠে মা,মা বলে।


মানুষ পশুর খিদে আবার অন্যরকম

কোজাগরী চাঁদ নিভিয়ে দ্যায় ফুঁ দিয়ে,

অষ্টাদশী বাতাসীর পেট থেকে দলা পাকিয়ে

যখন বিবমিষা উঠে আসে কন্ঠে

তখন সেই পশুটা দাঁত বসাতে চায়

থরথর করে কাঁপতে থাকা বাতাসীর রক্তাভ ঠোঁটে।


ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করে

মধ্য সাগরে ঘনীভূত হয় ঘূর্ণিঝড়।

তটভূ্মি সহ্য করে অনেক কষ্টে দুরন্ত ঢেউয়ের আঘাত,

আকাশে কালো মেঘের গর্জন,বাজ পড়ে কড়কড়।

বাতাসে ঝঞ্ঝা বয়,

বৃষ্টি নামে অঝোর ধারায়।

ক্ষিদে মিটে গেলে তবেই পশুটা শান্ত হয়।

===

মরণ খেলা


,ও মহুয়া,সঙ্গী হবি ?

আয় তবে আয় দিন রাত,

আয় খেলি আয় মরণ খেলা

এই দুঃখী মনের সাথ। 


জাগবো দু'জন সুখের বাসর

 শূন্য খোলা ছাদে,

রইবে পড়ে সকল মায়া

শুনবো না কে কাঁদে।


বাসবো ভালো আমরা দু'জন

কেবল দুজনাকে,

শুনবো না আর কোনোমতে

কে যে পিছু ডাকে।


ইচ্ছে করে যাই হারিয়ে

শুধু তোরই প্রেমে,

ভাল্লাগে না কোনো কিছু

মিথ্যে ভূবন ভ্রমে।


ভাল্লাগে না কূটকচালি

 এই মিথ্যে অহং বোধ,

সবাই সবার প্রতিদ্বন্দ্বী

আর,নিত্য প্রতিশোধ।


মহুয়া রে তোর ফুল বনে

হারাই মনে মনে,

তোর মধুতে কিযে নেশা

ভ্রমর গুলো জানে।


তোর সোহাগে খাদ নাই কোনো

শুধু ভালোবাসা,

তোর মাঝেতে মরণ সাগর

শুধু মৃত্যু নেশা।

===

লিমেরিক

সে কি জানে?


বনের পাখিটা মনের মাঝে

কি গান শোনায় সকাল সাঁঝে,

সে কি জানে

মোর নয়নে

কাহার ছবি সদাই রাজে ?

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. দাদা অসাধারণ তোমার প্রতিটা লেখা 👍👍

    উত্তরমুছুন
  2. লিমেরিক,মরণ খেলা ও ভান আমার খুব ভালো লেগেছে। দাদার জন্য আন্তরিক শুভকামনা।

    উত্তরমুছুন


  3. মৃৃৃৃত্যু আয় তিনপাত্তি খেলি
    চন্দন চর্চিত দেহ আগুনে প্রশ্বাস খোঁজে
    আয় খেলি আয় মরণ খেলা
    ও মহুয়া সঙ্গী হবি

    অসামান্য প্রতিটা লেখা
    মুগ্ধতা এক রাশ

    উত্তরমুছুন