দৈনিক কবিতাগুচ্ছ || দর্পণ




পোস্ট বার দেখা হয়েছে

দিশেহারা মন

কামনা ইসলাম 


আমি লুকিয়েই ছিলাম অন্তরের  গভীরে, 

কেনো জাগিয়ে তুলে আশ্রয় দিলে নয়নে?

আমি জল স্রোত হতে চাইনি কখনও, 

আমি হৃদয় মৃত্তিকার রূপ ধরে রাখতে চেয়েছিলাম

সিমান্ত পেরিয়ে। 

আমি অজানা কুঠিরে সুখের লিলায় নিজেকে মেলাতে চেয়েছি, 

কেনো আমাকে তুলে এনে ভেলাতে ভাসিয়ে মরণ খেলা  জড়িয়ে  নিয়েছো?

আমিতো আঁধারেরই সুখের ছোয়া দেখেছি,

 কেনো আজ তোমার আশাতে, 

জোছনার  আলোয় মিশে নিজেকে কালো ভেবেছি? 

আমি ঝর্ণার স্রোতে পাল উড়াতে চাইনি, 

নদীর পাড়ে কাশবনে হেটে চলেছি। 

সুধাময়ী সুরের মূর্ছনায় দিশেহারা কেনো আজ  আমি? 

নির্জনকুঠিরে কি ছিল না  মন  অনেক বেশি দামি। 

===

সংগ্রাম

অমল কুমার ব্যানার্জী


জীবন সংগ্রামে একা, এক যোদ্ধা,

একাকিত্ব হাতিয়ার তোর।

যতো কিছু ভুলভ্রান্তি

জীবনের সিঁড়ি বেয়ে আসে,

আশ্রিত জীবন, সে যে আজও

পান্থশালা।


দূর দেশে মরীচিকা সাথে

জীবনের শেষ প্রান্তে এসে

কারে খুঁজে মরে।

ওদের ঘরে আজও কবিতার সমারোহ,

ওরা কতো ছন্দ তাল লয়, করেছ যে লয়।


জীবনের ব্যথা, কবিতার কথায় সমাহিত,

ওরা মৃতের হাত ধরে শ্মশানে বাসা বাঁধে।

কবিতার অন্তষ্ঠিক্রিয়া প্রতিদিন হয়।

জীবনের ছন্দ সব কেটেকুটে একাকার,

তবু কি হয় কবিতার লয়।


আমি অন্ধ, চোখ বুজে দেখি সব,

বন্ধ ঘরে আলোর রশ্মি, সর্বরীর চাঁদ ফিকে,

মাদলের তালে তালে আগুনের গোলা ঘুরপাক খায়।


আফ্রিকা আজও অন্ধকারে,

আস্টেপিষ্ঠে বাঁধা নিগ্রো পাচার হয় দূর পাশ্চাত্যে।

ঘুম ভাঙা সকাল তখনও আসেনি,

জাহাজের হুইসল বলে দেয়, শৃঙ্খলে বাঁধা ক্রীতদাস চলে যায় দূর দেশে।


আফ্রিকা আজও, উলঙ্গ শিশুর মতো সহজ সরল,

ক্রীতদাস তুমি, জাগো অন্ধকার চিরে বেরিয়ে এসে চিৎকার করে বল, আমি আফ্রিকা,

ভেঙে দিয়ে দাসত্ব শূঙ্খল সকাল আসে, জাহাজগুলো দাউদাউ করে জ্বলছে,

শিকল ভাঙা হাজারে হাজারে কালো মানুষগুলোর

আনন্দ উল্লাসে চারিদিক মুখরিত।

তবু সভ্যতার বুক চিরে কতো অত্যাচার আজও

মুখ বুজে সহ্য করে, সারা বিশ্ব জুড়ে।

সংগ্রাম চলছে চলবে।

====

মন চাই

শরিফ মাহমুদ


মন চাই হারিয়ে যাই দূর কোন অজানায়।

নদি আর সাগর মিলন মোহনায়।

অথবা সবুজ শ্যামল ঘেরা কোন গাঁয়ে,

যেথায় প্রভাতের শিশির, জড়াবে মোর পায়ে।

যেথায় রাখাল অপন মনে,

সুর তোলে বাশিঁতে।

কিশোরি যেথায় মায়া ছড়ায়,

প্রাণ জোড়ানো হাসিতে।

হারিয়ে আমি সেথায় চাই যেতে।।

মাঝির নাইয়ের পালে, কৃষকের হাসিমাখা গালে।

সদা যেথা সহস্র স্বপ্ন বনে,

হারাবো সেথা নিজ মনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ