ভাবানুবাদ || উইলিয়াম সেক্সপিয়ার || ডঃ বিরাজলক্ষ্মী ঘোষ মজুমদার




পোস্ট বার দেখা হয়েছে

আসছে ডিসেম্বর বছরের শীতল তম মাস।কেমন এই ডিসেম্বরের অনুভূতি।জমাটবদ্ধ তুষার আবিষ্ট উষ্ণতার ছোঁয়া পরিত্যক্ত।উইলিয়াম শেক্সপীয়ার কিভাবে ব্যক্ত করলেন তার অনুভূতি 

প্রিয়জন বিচ্ছেদের মতই বেদনা বিধুর নাকি তার থেকেও কঠিনতম কোনো বাস্তব.. দেখি তারই ছত্রে সনেট ৯৭ তে:


Sonnet 97


How like a winter hath my absence been

From thee,the pleasure of the fleeting year!

What freezing have I felt, what dark days seen!

What old December's bareness everywhere!

And yet this time removed was summer time,

The teeming autumn,big with rich increase,

Bearing the wanton burden of the prime,

Like widowed wombs after there lords'de decease:


Yet this abundant issue seemed to me

But hope of orphans,and unfathered fruit,

For summer and his 

pleasures wait in thee,

And thou away,the very birds are mute.

Or, if they sing, 'tis with so full a cheer,

That leaves look pale,dreading the winter's near.

সনেট ৯৭

।। ভাবানুবাদ ।।

।। ডঃ বিরাজলক্ষ্মী ঘোষ মজুমদার ।।

কিভাবে একটি শীতের মতো অনুভূত হয় তোমার থেকে আমার অনুপস্থিতি , 

যা বিরত করে বছরের শেষ সময়ের আনন্দ অনুভূতি!

আমি জানি কি জমাটবদ্ধ তা অনুভব করেছি,

কি অন্ধকার দিন ই দেখেছি!

বৃদ্ধ ডিসেম্বর কি পরিব্যাপ্ত সে শূন্যতার হাহাকার!

আমরা ফেলে এসেছি সত্যই সে গ্রীষ্ম কিংবা,

ফলবতী নারীর ন্যায় সৃজন মুখর সম্পদ শালী শরৎ,

আজ সে রাজার অচল ভার বহনকারীর মতো,

যেন প্রভুর মৃত্যুর পর বৈধব্যের গর্ভের ক্ষত:


এরম অনেক বিষয় যা আমার এমনই মনে হয়

প্রকৃতির অনাথ পরিত্যক্ত পিতৃহীন ফলের ন্যায় থাকে আশায়,

সেই গ্রীষ্মের জন্যে তোমার উষ্ণতার অপেক্ষায়,

এবং সেও চলে যাবে,পাখিরা নিশ্চুপ হবে।

যদিও তারা গায়, তা হবে তিক্ত জীর্ণ উল্লাসের মতো,

পাতাগুলি মলিন দেখাবে ভয়ানক শীতের আহ্বানে অবিরত।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ