দর্পণ || ইপত্রিকা || ১২ তম সংখ্যা ||বেশী বই কম হবে না - শুক্লা চ্যাটার্জি




পোস্ট বার দেখা হয়েছে

বেশী বই কম হবে না 

শুক্লা চ্যাটার্জি 


ঈশ্বরের আকাশ জুড়ে পূর্ণতা--

রঙের সাথে আলো মেশালেই সূর্যোদয়ের সূচক! 

সমগ্র বিশ্ব জোড়া সমর্পিত---

সলিল স্তরে প্রভাতী শিহরণ জাগায়। 

মাঝখানে দাঁড়িয়ে থাকা--

 চির মগ্নতায় অনুরাগে অনুরক্ত,

স্নায়ুতন্ত্রে ছড়িয়ে ভাবনায় নিমগ্ন। 

      ঈশ্বর মানুষের উওম সৃষ্টি--

অস্তিত্ব--অনস্তিত্বের দ্বন্দ্বে,

সম্যকরূপে রঙিন সম্ভবনারা।

উড়ছে ফানুস, দ্বিধাদীর্ণ,

আলপনায় সপর্শ স্বপ্ন বুনন। 

জন্ম,মৃত্যু ঈশ্বরের সৃষ্টিশীলতায়,

সুখে রহস্যের মায়াজাল। 

অনন্ত বিস্ময় ভরা---

দ্বন্দ্ব নির্বাক নির্বাক বাসা বাঁধে! 

প্রতিকূলতা ঠেলে মানুষ তোমায় ডাকে। 

স্বামীজি বলেছেন,"মানুষের মাঝেই ঈশ্বরের বাস!"

মানুষের মাঝে ঈশ্বর উপলব্ধ --

আমার স্থির বিশ্বাস কুঞ্জ বিকশিত হবে,

তার সাথে মিশে আছে সৌরভ; পারিজাত অপেক্ষা অপরূপা।

বেশি বই কম হবে না কোনো! 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ