দর্পণ || ইপত্রিকা || ১২ তম সংখ্যা || আজীবন - নয়ন মণি মিশ্র




পোস্ট বার দেখা হয়েছে

আজীবন

নয়ন মণি মিশ্র


ফুটবলের ইতিহাস

আমার কম জানা, 

যেটুকু জানি–

শুধুই

তোমায় ঘিরে। 

তুমি ফুটবলের "ভগবান "..

পায়ে বল

বুকে দাবানল, 

অসংখ্য দর্শকের অপেক্ষার মাঝেই

উল্লাসে ভরা সেই চিৎকার–

গোল................. ! 

তুমি "হ্যান্ড অফ গড" রূপে

চিরন্তন, 

বাঙালির প্রাণে, 

ফুটবল প্রেমীদের স্পন্দনে

তুমি চিরস্পন্দিত। 

৮৬' র বিশ্বকাপের পর–

বিশ্ব চিনেছে তোমায়, 

বাঙালির উন্মাদ অন্তরে তখন

একটাই যেন মন্ত্র

"ভগবানের উচ্চতা ৫-৫;

কারণ তোমার উচ্চতা তাই। "

কুড়ি'র বিভীষিকায়

আমরা হারিয়েছি– তোমায়,

তুমি অজেয়

তোমার রাজকীয় সত্তা

অতুলনীয়। 

তুমি ছিলে

তুমি আছো

তুমি থাকবে......... 

যতদিন থাকবে

মনে কোলাহল

চোখে কৌতূহল

আর


নীল-সবুজের মাঝে

ফুটবল................... 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ